Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

Digital Multimeter

 ডিজিটাল মাল্টিমিটার এর ব্যবহার।


 ডিজিটাল মাল্টিমিটার এর কাজ কি?

ডিজিটাল মাল্টিমিটার এর কাজ  যে কোন লাইন, IC,বা পারসের মান দেখানো,ঐ মান দেখে আমারা সিদান্ত নিবো লাইন,IC,বা পারস ঠিক আছে কি সমস্যা। যার জন্য আমাদের সব লাইনের মান কত থাকবে তা শিখতে হবে।

আমি আমার মিটারের মান বলতেছি।যারা আমার এই লেখা থেকে শিখতে চান তারা আমার মডেলের মিটার নিয়ে নিবেন।

মোবাইলের কাজের জন্য আমারা মিটারকে (ভোল্ট মোডে)(ডায়োড মোডে)(বিপ মোডে)(রেজিস্টার মোড)এ কাজ করি একটা একটা  করে বিস্তারিত বুঝিয়ে বলতেছি।

ডায়োড মোড:ডায়োড মোডে আমারা  মোবাইলের মাদার বোডের লাইন আছে কি,বা লাইনটা সট,অথবা লাইনটা মিস কিনা তা বুঝতে পারি।এ জন্য আমাদেরকে মিটারের লাল তার টা  MB এর বডিতে বা GND এ দরতে হয় ও কালো তারটা লাইনে দরলে। মিটার এই লাইনের যে মান পাবে তা দেখাবে। এই দেখানো কে বলে Ground Reading বা সংক্ষেপে বলে GR.

170 থেকে যদি 900 পযন্ত আসতে পারে তাহলে লাইন আছে বুঝা যায়

170 থেকে যদি 10 পযন্ত আসতে পারে তাহলে লাইন সট বুঝতে হয়।

10 থেকে 0 পযন্ত আসলে ফুল সট দরা হয়।

.OL থাকলে লাইন নাই বুঝায়।

এর মধ্যে যেকোন মান আসলে  আমরা বুঝতে পাবো লাইনটা কি আছে বা সট বা মিস কিন তা বুঝা।



ডিজিটাল মাল্টিমিটার: এক নজরে

ডিজিটাল মাল্টিমিটার হলো একটি ইলেক্ট্রনিক যন্ত্র যা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি এক ধরনের "সর্বজনীন" যন্ত্র, কারণ এর সাহায্যে আপনি একাধিক পরিমাপ একসঙ্গে করতে পারবেন।

ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কী কী পরিমাপ করা যায়?

  • ভোল্টেজ: কোনো বৈদ্যুতিক সার্কিটে বিদ্যমান বিভব পার্থক্যকে ভোল্টেজ বলে। মাল্টিমিটার দিয়ে ডিসি (Direct Current) এবং এসি (Alternating Current) উভয় ধরনের ভোল্টেজই পরিমাপ করা যায়।
  • কারেন্ট: কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত ইলেক্ট্রনের প্রবাহকে কারেন্ট বলে। মাল্টিমিটার দিয়ে ডিসি এবং এসি উভয় ধরনের কারেন্টই পরিমাপ করা যায়।
  • রেজিস্ট্যান্স: কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের বিরোধিতাকে রেজিস্ট্যান্স বা রোধ বলে। মাল্টিমিটার দিয়ে কোনো উপাদানের রোধ পরিমাপ করা যায়।
  • ফ্রিকোয়েন্সি: এসি সিগনালের এক সেকেন্ডে কতবার চক্র সম্পূর্ণ হয়, তাকে ফ্রিকোয়েন্সি বলে। কিছু অ্যাডভান্সড মাল্টিমিটার ফ্রিকোয়েন্সিও পরিমাপ করতে পারে।
  • ডায়োড চেক: মাল্টিমিটার দিয়ে ডায়োডের ফরোয়ার্ড এবং রিভার্স বায়াসে রেজিস্ট্যান্স পরিমাপ করে ডায়োডের অবস্থা যাচাই করা যায়।
  • ট্রানজিস্টর পরীক্ষা: কিছু মাল্টিমিটারে ট্রানজিস্টরের বিভিন্ন পরামিতি পরীক্ষা করার জন্য বিশেষ ফাংশন থাকে।


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement